ফাইনাল নিশ্চিত করে অবসরের ‘ইঙ্গিত’ দিয়ে যা বললেন মেসি প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালে একক আধিপত্য বিস্তার করে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলটির পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান মেসি ও আলভারেজ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরও এক শিরোপা নিজেদের করে নেবে মেসিরা।কোপা আমেরিকার সেমিফাইনালে একক আধিপত্য বিস্তার করে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলটির পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান মেসি ও আলভারেজ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরও এক শিরোপা নিজেদের করে নেবে মেসিরা।তিনি আরও বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামি। এটার পর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল। আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। পুরো অভিযাত্রাটা অনেক কঠিন ছিল।’ SHARES খেলাধুলা বিষয়: আধিপত্যফাইনাল