গণপরিবহন বন্ধের সুযোগে রিকশা ভাড়া দ্বিগুণ প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার বেশিরভাগ এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। এদিকে, গণপরিবহন না থাকার সুযোগে দ্বিগুণের বেশি ভাড়ায় যাত্রী বহন করছেন রিকশাচালকরা। বুধবার রাজধানীর শাহবাগ এলাকা ও আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, বন্ধ থাকা এক মোড় থেকে অন্য মোড়ে চলছে রিকশা। শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সাধারণত রিকশা ভাড়া নেয়া হতো ২০-৩০ টাকা। আন্দোলনের কারণে সব গণপরিবহন বন্ধ থাকায় শুধু এই জায়গার ভেতরেই ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত রিকশা ভাড়া চাওয়া হচ্ছে। তীব্র গরমের কারণে বাধ্য হয়েই তাদের বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এক যাত্রী জানান, সুযোগ পেলে রিকশাওয়ালাও ছাড় দেয় না। আমাদের বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ভাড়া বেশি নেয়ার বিষয়ে একজন রিকশাচালক বলেন, অবরোধের কারণে আজ সারাদিন সব বন্ধ থাকবে। এটুকু জায়গায় গাড়ি চালাতে না পারলে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হবে। এজন্যই আমরা বেশি ভাড়া চাচ্ছি। SHARES জাতীয় বিষয়: ভুক্তভোগীরাযাতায়াতরিকশাওয়ালাও