ভ্রমণ বিশৃঙ্খলায় বাতিল নেদারল্যান্ডসের সংবাদ সম্মেলন! প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ ইউরোর দ্বিতীয় সেমিফাইনালের আগে ভ্রমণ বিশৃঙ্খলার অভিজ্ঞতা হয়েছে নেদারল্যান্ডসের। ডর্টমুন্ডে দেরি করে পৌঁছায় বাতিল হয়েছে দলটির নির্ধারিত সংবাদ সম্মেলন। মূলত ভলফসবুর্গ থেকে বুধবারের সেমিফাইনাল ভেন্যু ডর্টমুন্ডে ট্রেনে করে যেতে হতো ডাচদের। সেখানেই বাধে বিপত্তি। রেললাইনে প্রতিবন্ধকতা থাকায় তাদের নির্ধারিত সফরটি বাধাগ্রস্ত হয়। পরে বিমানে করে যেতে হয়েছে তাদের। ভ্রমণে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করা যায়নি। যে কারণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি বাতিল করতে হয়েছে। এসময় বিমানবন্দরে যেতেও দলটিকে দেওয়া হয় পুলিশি পাহারা। পরে উয়েফা থেকে জানানো হয় উয়েফার মিডিয়া চ্যানেলে ডাচ কোচ রোন্যাল্ড কোম্যানের একটা ইন্টারভিউ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেখানে নেদারল্যান্ডস কোচ অবশ্য এই ভ্রমণ বিশৃঙ্খলার জন্য কোনও সমস্যার কথা উল্লেখ করেননি, ‘বিষয়টা অদ্ভুত। তার পরেও কোনও সমস্যা হয়নি। হোটেলের সামনে আমরা তখন বাসে বসেছিলাম। তখনও ছেড়ে যাইনি। খেলোয়াড়রা আড়াইঘণ্টার মতো হোটেলে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে। নাহলে ট্রেনে তাদের বিশ্রাম নিতে হতো। বরং বলা ভালো রেলের তুলনায় ভ্রমণটা এতে সংক্ষিপ্ত হয়েছে। এখানে আসার জন্য এটাই উপযুক্ত মাধ্যম।’ সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, এই বিলম্বে কোনও ধরনের সমস্যা হবে না, ‘আমার মনে হয় ওদের অনেক সময় থাকবে তার পরেও। তাতে খেলায় কোনও প্রভাব পড়বে না।’ SHARES খেলাধুলা বিষয়: ইউরোরইন্টারভিউডর্টমুন্ডে