হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যলয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অবস্থা ভালো, তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।

ইসরায়েলে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে, এর ফলে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শসহ বেশি পানি পান করতে বল হচ্ছে।

গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার ও বেশি পানি পানের পরামর্শ দেন।