জ্বরে ভুগছেন খালেদা জিয়া, কমেছে হিমোগ্লোবিনও প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন করে জ্বরে ভুগছেন। পাশাপাশি তাঁর রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। চিকিৎসকেরা বলছেন, এসব জটিলতা পেস-মেকার বসানোর কারণে হচ্ছে কী-না তা পর্যালোচনা করা হচ্ছে। আজ রোববার খালেদা জিয়ার এক চিকিৎসকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ওই চিকিৎসক জানিয়েছেন, সিসিইউর সুবিধাসম্পন্ন কেবিনে রেখে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে তিনি কয়েকদিন জ্বরে ভুগছেন। জ্বর সেরে গিয়ে আবার আসে। এখন জ্বর আসার কারণ খুঁজছে মেডিকেল বোর্ডের সদস্যরা। জানা গেছে, দেশ-বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিকিৎসকেরা জানান, খালেদার জ্বর নতুন কোনো রোগের উপসর্গ কিনা, তা বের করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে রক্তের হিমোগ্লোবিনও অনেকটা কমে গেছে খালেদা জিয়ার। পেসমেকার বসানোর কারণে নতুন করে কোনো শারীরিক জটিলতার তৈরি হচ্ছে কি না সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। হঠাৎ অসুস্থবোধ করায় গত সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সে সময় জানিয়েছিলেন, হঠাৎ শারীরিক দুর্বলতা অনুভব করায় গভীর রাতেই তাঁকে গুলশানের বাসা থেকে জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে রক্তের প্রয়োজন। এর আগে গত ২২ জুন রাতেও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন তাঁর হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১১ দিন চিকিৎসা নেওয়ার পর ২ জুলাই তিনি বাসায় ফেরেন। বাসায় ফেরার পাঁচ দিনের মধ্যে আবারও তাঁকে হাসপাতালে আসতে হয়। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। SHARES রাজনীতি বিষয়: খালেদারক্তকণিকা