ট্রাম্পকে গুলি করা কে এই ম্যাথিউ ক্রুকস প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে প্রেসিডেন্ট নির্বাচনে এক নির্বাচনি প্রচারে গিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুলাই) সেখানে এক মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মঞ্চের বিপরীত দিকের এক ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ করে গুলি ছোড়েন এক বন্দুকধারী। তার ছোড়া গুলি ডোনাল্ড ট্রাম্পের কান ভেদ করে বেরিয়ে যায়। এসময় ট্রাম্প কানে হাত দিয়ে বসে পড়েন। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা সাবেক প্রেসিডেন্টকে অন্যখানে সরিয়ে নিয়ে যান। গুলিতে আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার মঞ্চের সামনে উপস্থিত এক সমর্থকও নিহত হয়েছেন। অন্যদিকে, সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে বন্দুকধারীও নিহত হন। জানা গেছে, বন্দুকধারীর নাম থোমাস ম্যাথিউ ক্রুকস। তিনি পেলসিভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। ম্যাথিউ ক্রুকসের বিস্তারিত ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ লক্ষ করে গুলি করা ম্যাথিউ ক্রুকসের যা সম্পর্কে জানা গেছে, তা হলো, তার বয়স ২০ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তথ্য অনুসারে, ম্যাথিউ ক্রুকস রিপাবলিক্যান দলের একজন ভোটার হিসেবে তালিকা অন্তর্ভুক্ত। তিনি পেলসিলভানিয়ার বেথেল পার্কের একজন বাসিন্দা। ম্যাথিউ ২০২২ সালের বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্রাজুয়েট হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় পেলসিলভানিয়ার দ্য ট্রিবিউন রিভিউয়ের জাতীয় গণিত এবং বিজ্ঞান উদ্যোগ থেকে ৫শ ডলারের স্টার পুরস্কারও পেয়েছিলেন ম্যাথিউ। ম্যাথিউয়ের কাছে এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ছিল। ম্যাথিউ গুলি করার আগে প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্কও করেছিলেন। ম্যাথিউ ক্রুক ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ থেকে ১শ ৩০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি করেছিলেন। পুলিশ জানিয়েছে, ম্যাথিউ ক্রুকস রিপাবলিক্যান দলের ভোটার হয়েও কেন যে, ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ লক্ষ করে গুলি করেছিলেন, তা এখনো পরিষ্কার নয়। SHARES আন্তর্জাতিক বিষয়: ট্রাম্পপ্রেসিডেন্ট