ব্রেন-খেকো অ্যামিবার সংক্রমণে পাকিস্তানি তরুণের মৃত্যু প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪ প্রাইমারি অ্যামেবিক মেনিনজিএনসেফালাইটিসের (পিএএম) সংক্রমণে পাকিস্তানের করাচিতে এক তরুণের মৃত্যু হয়েছে। এটি ‘ব্রেন-খেকো’ অ্যামিবা নামে পরিচিত। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, মৃত ওই তরুণের নাম আওরঙ্গজেব। গত ৭ জুলাই কায়েদাবাদের একটি খামারবাড়িতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে তিনি সাঁতার কেটেছিলেন। পরদিন আওরঙ্গজেবের মাথাব্যথা, বমিভাব ও জ্বরের উপসর্গ দেখা দেয়। ১০ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জুলাই তাঁর সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। আওরঙ্গজেব জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। এ নিয়ে চলতি বছর দেশটিতে ‘ব্রেন-খেকো’ অ্যামিবার সংক্রমণে তিনজনের মৃত্যু হলো। বাকি দু’জন কোরাঙ্গি ও মালির এলাকার বাসিন্দা ছিলেন। এদিকে সম্প্রতি ভারতের কেরালায় অ্যামিবার সংক্রমণে এক কিশোরের মৃত্যু হয়। পুকুরে সাঁতার কেটে ওই কিশোরের মস্তিষ্কে পিএএম অ্যামিবার সংক্রমণ হয়েছিল বলে জানা গেছে। বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরের। SHARES আন্তর্জাতিক বিষয়: করাচিতেপাকিস্তানের