দেশের বাইরে তারকাদের অবকাশ যাপন প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ শোবিজ অঙ্গনের অনেক তারকা এখন দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন তারা। স্টেজ শো কিংবা ব্যক্তিগত কারণে নিজের মতো করে অবকাশ যাপন উপভোগ করছেন। ঘোরাঘুরির ফাঁকে প্রিয় মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতে ছবি প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বেশিরভাগ তারকা আছেন আমেরিকা ও কানাডায়। ঈদের ব্যস্ততা শেষে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থান করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সেখান থেকে সুন্দর সুন্দর কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। জানা গেছে, সাবিলার পুরো পরিবারই এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সচরাচর বিদেশ ভ্রমণে বের হন না অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। তবে এবার অবকাশ যাপন করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে থাকেন তার শ্বশুরবাড়ির সদস্যরা। তাই টানা এক মাসের জন্য স্বামী, সন্তান ও শাশুড়িকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন এই তারকা। নায়াগ্রা ফলস, মিউজিয়ামসহ নতুন নতুন জায়গা ঘুরে দেখার চেষ্টা করছেন তিনি। ছবিও ভক্তদের জন্য শেয়ার করছেন। দুই বাংলার নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীও এখন আমেরিকায় অবস্থান করছেন। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) অংশ নিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন তিনি। সেখানে আরও অংশ নিয়েছেন কলকাতার একঝাঁক তারকা। তারা শহরের যে হোটেলে আছেন, সেখানকার একটি কক্ষে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো অঘটন না ঘটলেও আতঙ্কে ছিলেন তারকারা। বেশ কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি মূলত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতেই সেখানে যাওয়া। একই অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে অনুষ্ঠানের বেশ কয়েক দিন আগেই সেখানে উপস্থিত হন তারা। এই দুই তারকা একসঙ্গে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার বিজয়ী একটি ম্যাচও উপভোগ করেছেন মাঠে বসে। সেই ছবি তারা শেয়ার করেছেন ভক্তদের মাঝে। এ ছাড়া বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সুন্দর সুন্দর ছবি পোস্ট করছেন ভক্তদের জন্য। প্রায়ই গানের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে কলকাতায় যান সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তবে এবার তিনি গেছেন মাকে সঙ্গে নিয়ে। মায়ের সঙ্গে সুন্দর ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ভিয়েতনামে আছেন অভিনেত্রী দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ আর ওয়াহিদা মল্লিক জলি। তাদের সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। সেখানে তারা সমুদ্র ও ছোট ছোট নদী, পাহাড়ের দারুণ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। প্রতিনিয়ত এই তিন তারকা তাদের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য। থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। সেখানে উপভোগের মুহূর্তগুলো পোস্ট করছেন ফেসবুকে। চিত্রনায়িকা অধরা খান আছেন সিঙ্গাপুরে। কয়েকটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। মঙ্গলবার কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন নুসরাত ফারিয়া। সেখানে একটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে মে মাসে দেশে ফেরেন এই অভিনেত্রী। সপরিবারে দীর্ঘদিন ধরে অবকাশ যাপনে আছেন অভিনেত্রী ফারজানা ছবি। দুবাই, নিউইয়র্র্ক ঘুরে এখন আছেন নিউজার্সিতে। প্রায় প্রতিদিনই ফেসবুকে প্রকাশ করছেন প্রিয় সময়ের সেসব ছবি। আমেরিকায় আছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। লন্ডনের ‘চট্টগ্রাম উৎসব’-এ অংশ নিতে দেশ ছেড়েছেন সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন, আতিক হাসান, মীরাক্কেল খ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান কমরউদ্দিন আরমান ও পাঞ্জাবিওয়ালা খ্যাত সংগীতশিল্পী শিরিন। সেখানে ৭ জুলাই দর্শক মাতিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চমৎকার মুহূর্তের কিছু স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ করেছেন দুই বোন। একাধিক অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন তারা। SHARES বিনোদন বিষয়: ঘোরাঘুরিরপৃথিবীর