সেপ্টেম্বরে আরেক দফা শ্রম আইন সংশোধনের আশ্বাস প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ আগামী সেপ্টেম্বর নাগাদ শ্রম আইন আরেক দফা সংশোধন হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আশ্বস্ত করেছে সরকার। ইইউর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি জানান, ইউরোপের বাজারে জেনারেল স্কিম অফ প্রেফারেন্স (জিএসপি) প্লাস সুবিধা পেতে শ্রম খাতের কর্মপরিকল্পনা বাস্তবায়নই মূল চাবিকাঠি। রোববার দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত। শ্রম অধিকার নিশ্চিতে ট্রেড ইউনিয়ন নিবন্ধন আরও সহজ করার কথা বলে আসছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। শিল্পকারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে ১০ শতাংশ শ্রমিকের সমর্থন চায় তারা। তবে সরকারের অবস্থান এ হার ১৫ শতাংশ করার পক্ষে। সংশোধিত শ্রমআইন সব পক্ষের সঙ্গে আলোচনা করে আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে সরকার। নতুন এই শ্রম বিল আসতে পারে এ বছরের সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে। রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির বিদায়ী সাক্ষাতে উঠে আসে প্রসঙ্গটি। বৈঠক শেষে চার্লস হোয়াটলি জানান, শ্রমখাত সংস্কারে কাজ চলছে। ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘শ্রম আইন সেপ্টেম্বরে আবার সংশোধনের কথা রয়েছে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। শ্রম খাতে জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সব পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে। আমরা এ নিয়ে আইএলও এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি। জিএসপি প্লাস পাবার ক্ষেত্রে শ্রম খাতের জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নই হচ্ছে মূল চাবিকাঠি। চার্লস আরও আশা করেন, আগামী বছরগুলোতে ইন্দোপ্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ঢাকা। তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জিএসপিসহ অন্যান্য সুবিধা বহাল রাখার আহ্বান জানিয়েছি আমরা।’ মন্ত্রী জানান, ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। SHARES জাতীয় বিষয়: আইনচাবিকাঠিশ্রম