ঘর থেকে সেসব জিনিস ফেলে দেওয়া উচিত

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

সাজানো গোছানো বাসা দেখতে সব সমই ভালো লাগে। আর সেজন্য জমে থাকা জঞ্জাল সাফ করা প্রয়োজন।

অনেক সময় দেখা যায় প্রয়োজন নেই তারপরও কিছু জিনিস জমে যাচ্ছে ঘরের কোনায়। সেটা হতে পারে অনুষ্ঠানের জন্য কিনে আনা বেচে যাওয়া সাজানোর জিনিস, কোনো কিছুর বাক্স বা অন্য কিছু।

এরকম জিনিসগুলো ফেলে দেওয়ার পরামর্শ দিচ্ছে পেশাদার সমন্বয়কারীরা।

কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা উচিত। তবে অনেক তথ্যই এখন অনলাইনে আছে। সেসবের প্রতিলিপি কাগজে জমিয়ে রাখা মানে ঘরে বাড়তি জায়গা দখল করা।

যেমন- ফ্রিজ, টেলিভিশন, ওভেন বা এরকম জিনিসের কাগুজে বিবরণী, ছাপা পত্রিকা, পুরানোর বিলের কপি ইত্যাদি।