এমবাপ্পেকে আজ বরণ করবে রিয়াল প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ কিলিয়ান এমবাপ্পেকে বরণ করে নিতে নবরূপে সেজেছে রিয়াল মাদ্রিদের ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু। এতে ধারণা করা হচ্ছে, সেসময় রেকর্ড ৮৫ হাজার সমর্থক উপস্থিত থাকবেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা আর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে মূল আয়োজন। মূল আয়োজনে লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়াক তৈরি করা হয়েছে, যার দুই পাশে থাকবে আতশবাজির ব্যবস্থা। এ ছাড়া স্টেজে চলবে লাইভ মিউজিক। ফ্রান্স তারকাকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুতে এখন সাজ সাজ রব। রাজসিক আয়োজনে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। এর আগে ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত হয়েছিলেন ৮০ হাজার গ্যালাক্টিকোস সমর্থক। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এমবাপ্পের তার শৈশবের আইডল, ক্লাবের কিংবদন্তি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালে পড়া প্রথম জার্সি ৯ নম্বরে, ফরাসি সৌরভ ছড়িয়ে ধীরপায়ে ধীরলয়ে মাঠে আসবেন এমবাপ্পে। তিনি যখন মাঠে ঢুকবেন দু’পাশে আতশবাজীর রঙির আলোর আলোকছটায় আলোকিত হবে চারিপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে ‘হালা মাদ্রিদ ই নাদা মাস’। এরপর দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন এমবাপ্পে। দেখাবেন তার ফুটবলীয় কারিকুরি। নিয়ম মেনে পূর্বের ধারাবাহিকতায় বল ছুড়ে মারবেন দর্শকদের পানে। এভাবে চলবে বেশ কিছুটা সময়। ভক্তদের জন্য থাকবে সুরের মোহে আচ্ছন্ন হওয়ার সুযোগও। সবঠিক থাকলে আগামী ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে এমবাপ্পের। SHARES খেলাধুলা বিষয়: রিয়ালেররেকর্ড