‘বাংলাদেশে কি শ্রীলঙ্কান মাফিয়া আছে?’ প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তি ছিল দুই বছরের, কিন্তু বছরখানেক না যেতেই বিসিবির চাকরি ছেড়ে দেন কিউরেটর টনি হেমিং। বিসিবির গ্রাউন্ডস বিভাগের এক কর্মকর্তার সঙ্গে মনোমালিন্যের কারণেই চাকরি ছাড়ছেন তিনি, এমন শোনা গিয়েছিল। গতকাল বাংলাদেশি ইংরেজি দৈনিক ডেইলি সানের সঙ্গে সাক্ষাৎকারে বিস্ফোরক অনেক মন্তব্যও করেছেন, জানিয়েছেন বাংলাদেশে কাজ করা নিয়ে তাঁর হতাশার কথা। সেখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ কিউরেটর হওয়ার কথা জানিয়েছিলেন হেমিং, সেটিরই আনুষ্ঠানিক ঘোষণা এসে গেল পিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে। মূলত পূর্বাচলে নির্মিত হতে থাকা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নির্মাণের জন্য তাঁকে এনেছিল বিসিবি। মাটি নিয়ে গবেষণা এবং ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও অন্যান্য অনেক খেলারও মাঠ প্রস্তুত করার দক্ষতার জন্য হেমিংকে কিংবদন্তির মর্যাদা পাওয়া হেমিং সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সময়ে কাজ করেছেন, কাজ করেছেন বরিশাল স্টেডিয়ামের নতুন উইকেট নিয়েও। শেখানোর চেষ্টা করেছেন এ দেশের কিউরেটরদের। কিন্তু সাক্ষাৎকারে বাংলাদেশে মনমতো কাজ করতে না পারার হতাশা বোঝাতে গিয়ে হেমিং বলেছেন, ‘বসে বসে চা খাওয়া, কিছুই হতে না দেখা…খুব বিরক্তিকর এটা।’ শুধু এটাই নয়, বাংলাদেশে আসার পর প্রথম সপ্তাহেই অস্ট্রেলিয়ার পার্থ থেকেই ২৮০ ডলার মূল্যের একটি সামগ্রী কেনার অনুরোধ জানিয়েও সেটি কখনো না পাওয়ার কথা জানিয়ে হেমিং বলেছেন, ‘যদি এত কম দামের একটা জিনিসই এক বছরে হাতে না পাই, তাহলে স্টেডিয়াম নির্মাণের আশা কীভাবে করি!’ এ দেশের কিউরেটরদের কোর্স করালেও যন্ত্রপাতির অভাবে তাঁদের আরও ভালোভাবে শেখাতে না পারার হতাশাও জানিয়েছেন হেমিং। তবে এরপরই বাংলাদেশের ক্রিকেট ও বিসিবি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন হেমিং। বাংলাদেশ তাঁর ভালো লেগেছে, বাংলাদেশে আবার কাজ করতে আসতে চান জানিয়েও বলেছেন, ‘…তবে সে জন্য পরিস্থিতি ভিন্ন হতে হবে।’ বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং সভাপতি নাজমুল হোসেন পাপনকে সবকিছু জানিয়েছেন বলেও সাক্ষাৎকারে বলেছেন হেমিং। কিন্তু পাকিস্তানে চিফ কিউরেটরের দায়িত্ব নিতে যাওয়া হেমিংকে যখন প্রশ্ন করা হয় বিসিবির চিফ কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়ে, তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এই লোকটাকে চিনিই না।’ কখনো কথাবার্তাও হয়নি বলে জানালেন। গামিনির কাছ থেকে সাহায্য পেয়েছেন কি না, প্রশ্নে উত্তর এল, ‘যদি এই দেশে নতুন আসা একজন মানুষ হিসেবে আমি বলি যে আমি তাঁকে চিনি না, সেটাই অনেক কিছু বলে দেয়, তাই না?’ বাংলাদেশে পরিস্থিতি বদলালে ফিরবেন কি না প্রশ্নে এল আরও বিস্ফোরক মন্তব্য, তাঁর পালটা প্রশ্ন – ‘আপনি কি আমাকে বলতে পারেন…দেখুন এটা ছাপানোর মতো নয়, কিন্তু বাংলাদেশে কি শ্রীলঙ্কান মাফিয়া আছে?’ এরপর বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান ও বিসিবি পরিচালক মাহবুব আলমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্নে আবার বললেন, ‘এই প্রশ্নটাই আপনাকে আগে করেছি, তিনিও কি এটার (শ্রীলঙ্কান মাফিয়া) অংশ?’ SHARES ক্রিকেট বিষয়: আনুষ্ঠানিককিউরেটর