শিথিল কারফিউতে কোন বিভাগের পরিস্থিতি কী প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪ কারফিউ শিথিলের পর আবারো চাঙা হয়ে উঠেছে চট্টগ্রাম নগরী। মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিক গতিতেই চলেছে সব ধরনের যানবাহন। সচল রয়েছে নগরীর সকল কল-কারখানা। মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সপ্তাহ দুয়েক আগে যানবাহনের জন্য রাস্তায় যে হাহাকার ছিল এখন তা শূণ্যের কোঠায় নেমে এসেছে। তবে, এখনো নগরীর নানা গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তল্লাশী অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে নগরীর চেরাগিপাহাড় মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এদিকে, কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশের মতো চট্টগ্রামেও শোক পালন চলছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। ধারণ করা হয়েছে কালো ব্যাচ। এছাড়া মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার কার্যালয়সহ নানা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। নিহতদের স্মরণে কালো ব্যাচ ধারণ করেছেন কর্মকর্তা-কর্মচারিরা। খুলনায় যান চলাচল স্বাভাবিক খুলনায় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। খুলনায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকেও বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূর পাল্লার পরিবহনে যাত্রী সংখ্যা এখনও কম রয়েছে। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। খুলনার বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সিলেটে খুলতে শুরু করেছে দোকানপাট আজ মঙ্গলবার সিলেটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে নগরবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নগরীতে বেড়েছে যানবাহনের উপস্থিতি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলতে শুরু করেছে দোকানপাট। রয়েছে ক্রেতা-বিক্রেতাদের ভীড়। ক্রেতাদের আনাগোনা বাড়ায় খুশি দোকানিরা। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সসদস্যের টহল অব্যাহত রয়েছে। স্বস্তি ফিরেছে রংপুর নগরীতে নাশকতা ও অগ্নিসংযোগ, লুটপাট, পুলিশের ওপর হামলা, ভাংচুরে ঘটনায় ২২টি মামলায় ২১০ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী চেকপোষ্ট বসানো হয়েছে। সকাল থেকে চলছে কারফিউ শিথিল। রংপুর বিভাগের সব জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পযন্ত কারফিউ শিথিল করে প্রশাসন। কারফিউ শিথিল থাকায় নগরীতে স্বস্তি ফিরে আসছে জনজীবনে। পুরোদমে খেলছে ব্যবসা প্রতিষ্ঠান। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খা বাহিনী চেকপোস্ট বসানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের নাশকতা মামলায় অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ। জেলা ও মহানগরীতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করছে। তবে নগীর জুড়ে দেখা গেছে অটোর যানজট। বরিশালে জনজীবন স্বাভাবিক বরিশালে জনজীবন স্বাভাবিক রয়েছে। সকাল থেকে অফিস, ব্যাংক, বীমা অফিসগুলোতে স্বাভাবিক সময়ের মতো মানুষের উপস্থিতি ছিল। শহরে যানবাহনের চলাচল বেড়েছে। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বরিশাল নদী বন্দর থেকে সকাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল করছে। শহরের বিভিন্ন মার্কেট, দোকানপাট সহ বিভিন্ন বিপণী বিতানগুলো খুলেছে। এতে ক্রেতাদেরও ভীড় বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশ দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি শহরজুড়ে টহল অব্যহত রয়েছে। স্বাভাবিক রাজশাহীর জীবনযাত্রা নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা, কারফিউ শিথিলতায় স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজশাহীর জনজীবন। নগরীর সার্বিক পরিস্থিতি এখন পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। নগরীর কোথাও ছিল না দুর্বৃত্তদের তৎপরতা। ঘটেনি জ্বালাও-পোড়াও কিংবা নাশকতা। ফলে আতঙ্ক ও শঙ্কা কাটিয়ে জনমনে বইতে শুরু করেছে স্বস্তির হাওয়া। নিরাপত্তার স্বার্থে দিনের নির্দিষ্ট সময়ে কারফিউ বলবৎ থাকায় স্বাভাবিক হচ্ছে সার্বিক জীবনযাত্রা। সচল হচ্ছে রাজশাহী-ঢাকাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল। যাত্রী সংকটে অধিকাংশই বাস যাচ্ছে ফাঁকা। তবে বন্ধ রয়েছে ট্রেন। যাত্রীরা বলছেন, শঙ্কা থাকলেও প্রয়োজনের তাগিদে বের হতে হচ্ছে তাদের। SHARES জাতীয় বিষয়: সতর্কস্বাভাবিক