রূপগঞ্জ মাতালেন আঁখি আলমগীর-ডলি সায়ন্তনী

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর-ডলি সায়ন্তনী। তাদের সঙ্গে আরও কয়েকজন শিল্পী একই মঞ্চে সংগীত পরিবেশন করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বরপা এলাকায় হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে একঝাঁক কণ্ঠশিল্পী গান গেয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শ্রোতাদের মাতিয়ে রাখেন।সন্ধ্যা থেকেই বেশ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন। তবে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে আঁখি আলমগীরের পরিবেশনা। তিনি ‘চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি’, ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’, ‘বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে’, ‘তোমাকে চাই আমি আরও কাছে তোমাকে বলার আরো কথা আছে’সহ বেশ কিছু গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন।