সৌদি আরবে অভিযান চালিয়ে আরও ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ সৌদি আরবে অভিযান চালিয়ে আরও ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। ৭ দিনের অভিযানে ২৩ হাজার ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৩ হাজার ৮৩ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৬ হাজার ২১০ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ৯০১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সৌদিতে গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ১৫৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: গ্রেপ্তারনিরাপত্তা