গাজায় যুদ্ধ বন্ধে হামাস প্রতিনিধিদলের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি। এদিকে শনিবারও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাতারের রাজধানী দোহায় শনিবার অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন হামাসের প্রতিনিধিদলের সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।

বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান।

শনিবার অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনে ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগই বাস্তুচ্যুত।