হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন লিভারপুলের গোমেজ প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ রক্ষণে আরও শক্তি হারাল লিভারপুল। হ্যামস্টিংয়ের চোটে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার জো গোমেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে হারায় লিভারপুল। ম্যাচ শেষে গোমজের ছিটকে যাওয়ার খবর জানান কোচ আর্না স্লট। প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী গোমেজ। তার ছিটকে যাওয়ায় রক্ষণ নিয়ে স্লটের চিন্তা বাড়ল। চোটের জন্য আগে থেকে মাঠের বাইরে আছেন প্রথম পছন্দের সেন্টার-ব্যাক ইব্রাহিমা কোনাতে। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতার সময় গোজেমের চোটের কথা জানান লিভারপুল কোচ স্লট। “আপনারা আজ জো গোমেজের চোটের ঘটনা দেখেছেন। যদি একজন খেলোয়াড় বলে যে সে থামতে চায়, তাহলে তাকে বদলাতে হবে… আমরা সবাই জানি, এটা হ্যামস্ট্রিং এবং তার ফিরে আসতে কিছুটা সময় লাগবে।” এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। আগামী রোববার তারা অ্যানফিল্ডে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। SHARES খেলাধুলা বিষয়: ম্যাচহ্যামস্টিংয়ের