রজবের চাঁদ দেখা গেছে, ২৮ জানুয়ারি শবে মেরাজ প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ ১৪৪৬ হিজরি সনের ৭ম মাস রজবের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে এ মাসের গণনা শুরু হবে। সেই হিসেবে পবিত্র শবে মেরাজ হবে ২৮ জানুয়ারি। বুধবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. বদিউজ্জমান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২৬ রজব দিবাগত রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং ৫ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। বাংলাদেশের আকাশে আজ রজবের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৮ জানুয়ারি (২৭ রজব) দিনে পালিত হবে পবিত্র শবে মেরাজ। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে পবিত্র রজব। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে। SHARES ধর্ম বিষয়: চাঁদবাংলাদেশেরবিশ্বনবী