বিপিএলের ট্রেন সিলেটে

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

সময় এখন বিপিএলের। ঘুরছে চাকা বিপিএলের চার-ছক্কার বৃষ্টিতে। শুধু চার-ছক্কাই নয়, মাঠের বাইরেও জমে উঠেছে বিপিএল। টিকিট না পেয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির প্রধান গেট ভাঙচুর, আগুন লাগানো, অব্যবস্থাপনা নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের তর্কে জড়ানো, বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রকাশে বিসিবির সভাপতির কটু কথা বলা, এ কথা আবার মিডিয়াতে নাজমুল আবেদীন ফাহিমের বলে দেওয়া, পরে বিসিবির সভাপতি তা স্বীকার করে নেওয়া- এ সবই বিপিএলের গায়ে বাড়তি উত্তাপ এনে দিয়েছে। আবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ হওয়া আবু সাঈদের নামে একটি স্ট্যান্ড রাখা হয়েছে।

কিন্তু একই অভ্যুত্থানে শহিদ হওয়া সিলেটের সাংবাদিক আবু তোরাবের নামে একটি স্ট্যান্ড না রাখাতে বিসিবির সভাপতির সামনে ক্ষোভ প্রকাশ করেন সিলেটের অনেক ক্রীড়ামোদী। এ রকম উত্তাপ নিয়েই আজ বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে। প্রথম দিনই বেলা দেড়টায় মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও অপরাজেয় রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সব খেলাই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

৩০ ডিসেম্বর বিপিএলের যাত্রা শুরু হয় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে। চার দিনে ৮টি খেলার রসদ ক্রিকেটপ্রেমীরা প্রাণভরে উপভোগ করেছেন। দুই-একটি ম্যাচ ব্যতীত রান বন্যায় ভেসেছে বাকি ম্যাচগুলো। ২টি সেঞ্চুরি, ১১টি হাফ সেঞ্চুরি, ২২৮টি চার আর ১৩২টি ছক্কায়ই যেন তার সাক্ষী হয়েছে। ১৯৭ রান অতিক্রম করার ম্যাচও যেমন আছে, তেমনি ২০০ ছাড়ানো ইনিংসও আছে। সর্বনিম্ন রান ১১৪। সেঞ্চুরি যেমন করেছেন চিটাগাং কিংসের ওসমান খান ও ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা, তেমনি বল হাতেও বোলাররা নিজেদের মেলে ধরেছেন বেশ ভালোভাবে। দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ ১৯ রানে ৭ উইকেট নিয়ে করেছেন বিপিএলের সেরা বোলিং। ১২ উইকেট নিয়ে তিনি আছেন সবার ধরাছোঁয়ার বাইরে। এবার একই ধারা সিলেটেও বহমান থাকবে বলে সবার প্রত্যাশা। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমুল আবেদীন ফাহিম গতকাল সিলেটে সাংবাদিকদের সে রকম প্রত্যাশার কথাই জানিয়েছেন। তবে টিকিট নিয়ে দর্শকদের আগ্রহে ছিল ভাটা। এদিকে টিকিটের মূল্যও কমানো হয়েছে।

৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএলে অবস্থানকালীন মাঠে খেলা গড়াবে ৬ দিনে ১২টি। এর মাঝে স্বাগতিক সিলেট এক দিন বাদে প্রতিদিনই মাঠে নামবে। ঢাকায় তারা একটি মাত্র ম্যাচ খেলে জিততে পারেনি। টানা ৩ ম্যাচে জিতে সবার ওপরে আছে রংপুর। ২ ম্যাচে খেলে দুটিতেই জয় পেয়েছে খুলনা টাইগার্সও। চিটাগাং কিংস, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী দুটি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। সাকিব খানের আলোচিত ঢাকা ক্যাপিটালস ৩ ম্যাচ খেলে কোনো জয় পায়নি।