ভিনির শাস্তি বাতিলে আপিল করেছে রিয়াল প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে লাল কার্ড হজম করে মাঠ ছেড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রতিপক্ষের মাঠে সেই ম্যাচটি জিততে অনেক বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচের ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলকিপারের ঘাড়ী আঘাত করে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছে ভিনিকে। একইসঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে তাকে। রিয়াল কোচ বলেন, ‘এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।’ আজ কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাওয়ার কথা রয়েছে ভিনিসিয়ুসেরও। আনচেলত্তি বলেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলকিপার থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’ SHARES খেলাধুলা বিষয়: জুনিয়রভিনিসিয়ুস