কোহলি এখন গলার কাঁটা! প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ শচীন টেন্ডুলকার লিজেন্ডারি। সর্বোচ্চ রানের মালিক। সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার। তার শূন্যতা ভারতীয় দলে দূর করেন বিরাট কোহলি। তার ব্যাটিংশৈলী এবং তুখোড় ফর্মে একটা সময়ে গুঞ্জন উঠেছিল- সেঞ্চুরির সংখ্যায় শচীনকে টেক্কা দেওয়ার ঘোড়া চলে এসেছে। দুই যুগ ধরে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন শচীন, সেটা কি চাইলেই দখলে নেওয়া যায়? কোহলির অফ ফর্মই বলছে, সাম্রাজ্যের অধিপতি হওয়া এত সহজ নয়। আর দুই যুগ? যেখানে ক্যারিয়ারের ১৬ বছরে ক্লান্ত ৮০ সেঞ্চুরি হাঁকানো কোহলি, সেখানে দাঁড়িয়ে আরও ৮ বছর লড়ে যাওয়া অসম্ভব বটে। কারণ এখনই ভারতীয় নির্বাচকদের গলার কাঁটা তিনি! ধরা যাক, ভারতের সর্বশেষ সিরিজের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। ৯ ইনিংসে কোহলির রান মাত্র ১৯০। যদিও পার্থ টেস্টে তার সেঞ্চুরিতেই জয়ের মঞ্চ গড়েছিল এশিয়ার দলটি। তবে এটাও বলাবাহুল্য, ২০২৪ সালে এই একটি সেঞ্চুরিই কোহলির সম্বল। বছর শেষে তার রিপোর্ট কার্ড সাধারণ কোনো এক ব্যাটারের মতো। সাফল্য একটাই: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ট্রফি খরা ঘুচিয়েই অবশ্য এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে টেস্টে তার অশ্চ্যার্য পতন প্রশ্ন তুলেছে দলে তার জায়গা পাওয়া নিয়ে। তা ছাড়া বছরজুড়ে ৩ ওয়ানডেতে নেই বলার মতো কিছু্। ফর্মে যেহেতু ফেরা হচ্ছে না, তাহলেই কি এখানেই থামছেন? সিডর্ টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নটা ছিল কোহলির কাছে। জবাবে বলেছেন, ‘২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারতের হয়ে খেলতে চাই।’ খেলার সুযোগটা কি আদৌ পাবেন কোহলি? এই প্রশ্ন এখন ভারতীয় নির্বাচকদের টেবিলে। যদিও এর কোনো সদুত্তর নেই। কারণ, চাইলেই কোহলির মতো কাউকে বাদের খাতায় রাখা যায় না। আবার পাইপলাইনে কমতি নেই যোগ্য খেলোয়াড়ের। কোথায় দাঁড়িয়ে, তা কোহলি টের পাচ্ছেন ভালোভাবেই। সবকিছুর জবাব দিতে তার হাতে রয়েছে ৬ মাস। কারণ ভারতের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট চলতি বছরের জুনে, ইংল্যান্ডের বিপক্ষে। জোর গুঞ্জন উঠেছে- ফর্ম ফিরে পেতে রঞ্জি ট্রফিতে দেখা যেতে পারে কোহলিকে, যেখানে ২০১২ সালে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ টেস্ট ক্যাপ ধরে রাখতে হলে তাকে ফিরতে হচ্ছে পেছনে। আর ওয়ানডে ক্যাপ মাথায় রাখার চ্যালেঞ্জ নিয়ে সামনের ফেব্রুয়ারিতে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি। কোহলির রিপোর্ট কার্ড (২০২৪) ম্যাচ রান ১০০ ৫০ ডাক ২৩ ৬৫৫ ১ ২ ৪ ওয়ানডে ম্যাচ রান ১০০ ৫০ ডাক ৩ ৫৮ ০ ১ ০ টি-টোয়েন্টি ম্যাচ রান ১০০ ৫০ ডাক ১০ ১৮০ ০ ১ ৩ টেস্ট ম্যাচ রান ১০০ ৫০ ডাক ১০ ৪১৭ ১ ১ ১ *টেস্টে কোহলির পতন চোখে পড়ার মতো। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮৪ টেস্টে তার গড় ছিল ৫৪.৯৭। ২০২০ সাল থেকে, তিনি ৩৯ টেস্টে ৩০.৭২ গড়ে রান করেছেন। ক্যারিয়ার গড় নেমে এসেছে ৪৬.৮৫-এ টেস্ট গড় সাল ম্যাচ গড় ২০১১ ৫ ২২.৪ ২০১২ ৯ ৪৯.১১ ২০১৩ ৮ ৫৬.০০ ২০১৪ ১০ ৪৪.৫৭ ২০১৫ ৯ ৪২.৬৬ ২০১৬ ১২ ৭৫.৯৩ ২০১৭ ১০ ৭৫.৬৪ ২০১৮ ১৩ ৫৫.০৮ ২০১৯ ৮ ৬৮.০০ ২০২০ ৩ ১৯.৩৩ ২০২১ ১১ ২৮.২১ ২০২২ ৬ ২৬.৫০ ২০২৩ ৮ ৫৫.৯১ ২০২৪ ১০ ২৪.৫২ ওয়ানডে গড় সাল ম্যাচ গড় ২০০৮ ৫ ৩১.৮০ ২০০৯ ১০ ৫৪.১৬ ২০১০ ২৫ ৪৭.৩৮ ২০১১ ৩৪ ৪৭.৬২ ২০১২ ১৭ ৬৮.৪০ ২০১৩ ৩৪ ৫২.৮৩ ২০১৪ ২১ ৫৮.৫৫ ২০১৫ ২০ ৩৬.৬৪ ২০১৬ ১০ ৯২.৩৭ ২০১৭ ২৬ ৭৬.৮৪ ২০১৮ ১৪ ১৩৩.৫৫ ২০১৯ ২৬ ৫৯.৮৬ ২০২০ ৯ ৪৭.৮৮ ২০২১ ৩ ৪৩.০০ ২০২২ ১১ ২৭.৪৫ ২০২৩ ২৭ ৭২.৪৭ ২০২৪ ৩ ১৯.৩৩ SHARES ক্রিকেট বিষয়: ক্রিকেটারটেন্ডুলকার