ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

ইতালিয়ান সুপার কাপে ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জিতলো এসি মিলান। রোমাঞ্চকর ফাইনালে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এসি মিলান ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে।

সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। বক্সের ভেতরে মেহদি তারেমির পাসে পাওয়া বল বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ইন্টারের টানা চতুর্থ সুপার কাপে শিরোপা জয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপরই বদলে গেল দৃশ্যপট। চার মিনিটের মাথায় ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার থিও এর্নান্দেজ। ৮০ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের গোল করতেই যেন মনোবল ভেঙে পড়ে ইন্টারের।

অন্যদিকে যোগ করা সময়ে ট্যামি আব্রাহামের গোলে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। নিশ্চিত হয় ৮ বছর পর মিলানের সুপার কাপ জয়।