বাগদান সারলেন জেনডায়া-টম হল্যান্ড

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

হলিউডের জনপ্রিয় তারকাজুটি টম হল্যান্ড আর জেনডায়ার প্রেম কারও অজানা নয়। এবার প্রেমের পর্ব শেষ করে বাগদান সেরেছেন দুজন।

৮২তম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেনডায়া। সেখানেই তার আংটি সবার নজর কাড়ে। তবে গুঞ্জনের বিষয়টি সত্য বলেই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভোগ।

পিপল-এর বরাত দিয়ে ভোগ জানিয়েছে, জেনডায়া এবং টম হল্যান্ড বাগদান করেছেন। গোল্ডেন গ্লোবে অভিনেত্রীর আঙুলের রিং নিয়ে সামনে হাজির হলে সেই অনুমান নিশ্চিত করেছেন জেনডায়া এবং টম হল্যান্ড।

এই খবরে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন তারকাজুটিকে। স্পাইডারম্যানে অভিনয় করার পাঁচ বছর পর, পাপারাজ্জিদের ক্যামেরায় প্রথম এই দম্পতিকে ২০২১ সালে দেখা যায়।

জেনডায়া এবার গোল্ডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। তিনি মনোনয়ন পেয়েছেন গত বছর মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জার্স’ দিয়ে। সেখানেই তার হাতের আংটি নজরে আসে।

জানা গেছে, ৪৮ ক্যারেট হীরার আংটির দাম ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা। চলতি বছর জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তারা।

জেনডায়া এবং টম হল্যান্ডের বাগদানের বিষয়টি জানা গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে কিছু জানা যায়নি।