প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৬১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে রয়েছেন তামিম ইকবাল। গতবার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পেছনে তার নেতৃত্বের পাশাপাশি করেছিলেন ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বাধিক ৪৯২ রান। 

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটে করেছেন ৩৪ বলে ৪০ রান। এই রান করার পথে দারুণ এই কীর্তি গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। যে কীর্তি নেই আরকোনো বাংলাদেশির। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তামিম ইকবাল খান।

রংপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে নামেন তিনি এই মাইলফলক থেকে ৮ রান দূরে অবস্থান করে। ক্যারিয়ারের ২৭২তম টি-টোয়েন্টিতে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার।

তামিমের পর বাংলাদেশিদের মধ্যে ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। তিনে অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৬ হাজার ৯০ রান নিয়ে।