আগ্নেয়াস্ত্র, গুলি, বোমাসহ প্রধান শিক্ষক গ্রেপ্তার, প্রতিবাদে মানব বন্ধন প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ ভোলায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা গুলি চারটি হাতবোমা ও একটি পাসপোর্টসহ তোফায়েল আহমদ ফরাজী (৫০) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এর প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোলা সদর উপজেলার মাস্টার কলোনি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটক ফরাজী ভোলা সদরের শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিনহাজুর রহমান। প্রেস ব্রিফিংয়ে মিনহাজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর এলাকায় তোফায়েলের নেতৃত্বে একটি দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানা যায়। গোপন সংবাদের ভিক্তিতে কোস্টগার্ড পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমাসহ তাকে গ্রেপ্তার করে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে প্রধান শিক্ষক তোফায়েলকে হয়রানী মূলক মামলায় কোস্টগার্ড কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এ দিন বেলা ১টায় জেলা প্রশাসক কার্যালের সামনে এ বিক্ষোভ কর্মসূচি করে। এ সময় বক্তারা প্রধান শিক্ষকে মুক্তি না দিলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়ার হুশিয়ারি দেন। পরে তার মুক্তির দাবিতে জেলা প্রশাসকে মো. আজাদ জাহানের কাছে স্মারকলপি দেওয়া হয়। SHARES জাতীয় বিষয়: ইসলামিয়াশিক্ষকহাতবোমা