বিজিবির প্রতিবাদে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ বিএসএফ’র প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ বিজিবির প্রতিবাদের মুখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর ফলে সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। গত কয়েকদিন ধরে চৌকা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গত রোববার ভারতের মালদহ জেলার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্তঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার বিএসএফ আবারও নির্মাণকাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাঁধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ’ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দু’পক্ষের সমঝোতার পর তৎপরতা বন্ধ রেখেছে বিএসএফ। ফলে শান্ত হয়ে এসেছে পরিস্থিতি। SHARES জাতীয় বিষয়: বাঁধাবেড়াসীমান্তে