নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারালেন তামিম ইকবাল প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলা নুরুল হাসান সোহানের দলটি সবকটি ম্যাচেই জিতেছে। এদিকে, ম্যাচটিতে হারের পর মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। ঠিক কী কারণে তিনি নিজের রাগ সংবরণ করতে পারেননি সেটি জানা না গেলেও, স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। ম্যাচ শেষে তামিমকে কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষপর্যন্ত বরিশালের একজন স্টাফ তামিমকে টেনে অন্যদিকে নিয়ে যান। সেখানে কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। তামিমের বড় ভাই জানালেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’ অন্যদিকে, উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতে তামিমের পাশে ছিলেন রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’ SHARES ক্রিকেট বিষয়: অবিশ্বাস্যনাফিসবিপিএলে