ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে লেভারকুসেন প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ জার্মান বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটে চলেছে বায়ার লেভারকুসেন। বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত করেছে তারা। লিগে শীর্ষস্থানে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে দ্বৈরথটা জমে উঠেছে বায়ার লেভারকুসেনের। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট মিউনিখের, অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা লেভারের অর্জন ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট। সব প্রতিযোগিতা মিলে টানা ৫ ম্যাচ জয়ী দলটি। স্বাগতিক বরুশিয়া নিজেদের মাঠে গুছিয়ে ওঠার সুযোগই পায়নি। নাথান টেলারের গোলে প্রথম ২৭ সেকেন্ডে লিড নেয় লেভার। এর ৭ মিনিটের মাথায় জাল কাপিয়ে দেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। ম্যাচে ফিরতে মরিয়া বরুশিয়া এবার প্রতিআক্রমণে ওঠে, ১২ মিনিটে জেমি গিটেন্সের শট থেকে ব্যবধান কমায় তারা। জমজমাট লড়াইয়ে ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে লেভারকুসেনের ব্যবধান ৩-১ করেন প্যাট্রিক শিক। পরাজয় এড়াতে না পারলেও ৭৯ মিনিটে পেনাল্টি থেকে আবারও ব্যবধান কমায় বরুশিয়া। SHARES খেলাধুলা বিষয়: ডর্টমুন্ডকেপরাজয়লেভারকুসেন