অ্যাম্বুফাস্ট ডটকম দেশের প্রথম অনলাইন ভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা চালু প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ দেশে রোগীদের অ্যাম্বুলেন্স সেবায় দুর্ভোগ কমাতে অ্যাম্বুফাস্ট ডটকম শতভাগ অনলাইন ভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা চালু করতে যাচ্ছে। সেইফ কেয়ার ২৪/৭ মেডিকেল সার্ভিস লিমিটেডের উদ্যোগে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ২৩ জানুয়ারি থেকে দেশবাসী এই সেবা পাবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অ্যাম্বুফাস্টের প্রতিষ্ঠাতারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তি এবং সময়মতো সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষার পথ সহজ হবে। অ্যাম্বুফাস্ট ডটকম এমন একটি প্ল্যাটফর্ম, যা অ্যাম্বুলেন্স সেবার দীর্ঘদিনের ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখবে।’ অ্যাম্বুফাস্ট ডটকম যা যা সুবিধা দিচ্ছে- • ২৪/৭ সেবা প্রাপ্তি: ওয়েব সাইটে রিয়েল টাইম অ্যাম্বুলেন্স বুক করার সুবিধা ৬০ সেকেন্ডে রেসপন্স। ২৪/৭ হট লাইন নাম্বার ০৯৬১৪-৯১১৯১১ এর মাধ্যমেও অ্যাম্বুলেন্স বুকিং এর ব্যবস্থা। • নিকটবর্তী সেবার নিশ্চয়তা: জিও-লোকেশন প্রযুক্তি ব্যবহার করে নিকটবর্তী অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া। গ্রাহকদের প্রযুক্তির বিকাশের সুফল পৌঁছে দেওয়া। • বিভিন্ন ধরণের সেবা: সাধারণ এসি অ্যাম্বুলেন্স থেকে আইসিইউ সাপোর্টযুক্ত এবং এয়ার অ্যাম্বুলেন্স বুকিং সুবিধা। • মূল্য স্বচ্ছতা: মূল লক্ষ পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্সের ভাড়া কমিয়ে আনা। অগ্রিম খরচ জানা যাবে, লুকানো চার্জ নেই। • রিয়েল-টাইম ট্র্যাকিং: অ্যাম্বুলেন্সের গন্তব্য ও অবস্থান রিয়েল-টাইমে ট্র্যাক করা। • দক্ষ গ্রাহক সহায়তা: অভিজ্ঞ কাস্টমার সাপোর্ট টিমের মাধ্যমে জরুরি সহায়তা। এই সেবাটি প্রথমে দেশের প্রধান শহরগুলোতে চালু হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ হবে বলে জানা গেছে। অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে ভিজিট করুন www.AmbuFast.com। যোগাযোগ: প্রেস টিম, অ্যাম্বুফাস্ট, ইমেইল: tariq.raihan@ambufast.com ,ফোন: 880-1717645565 SHARES তথ্য প্রযুক্তি বিষয়: অ্যাম্বুলেন্সদীর্ঘদিনেরনাম্বার