সীমান্তে উত্তেজনা, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল। জনসংযোগ বিভাগ জানিয়েছে আরও কিছু সময় পর শুরু হবে ব্রিফিং।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ শুরু করে ভারত। সেখানে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ-ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। দুই দিকেরই বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে। অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে ‘বান্দে মাতরম’ স্লোগান দিতেও দেখা যায়।

উল্লেখ্য, সোমবার এ ঘটনা ঘটে। চৌকা সীমান্তের অন্য পাড়ে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় বিভিন্ন ভিডিওতে। সীমান্তের ১২০০ গজের মতো অংশে কোনও কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্বপ্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমকে জানানো হয়।