এআই দিয়ে তৈরি গানের ভিডিও আনলেন গ্যারি কেম্প

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

নতুন একক গানের জন্য এআইয়ের মাধ্যমে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছেন স্পানডাউ ব্যালে গায়ক গ্যারি কেম্প।

‘আই নো হোয়্যার আইম গোয়িং’ নামের এ গানটি পরিচালনা করেছেন মাইক বেনিয়ন। গানটির সাদা-কালো এ ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মানুষ ‘হাইপার-রিয়েল বা অতি-বাস্তব’ অ্যানিমেশনে মাটি ও সাগর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন।

ভিডিওতে আরও রয়েছে প্রাণীদের ছবি, এক নারীর মন্দির ও এক সর্পিলাকার সিঁড়িও। গানে ৬৫ বছর বয়সী এই শিল্পী গেয়েছেন, “আমি জানি, আমি কোথায় যাচ্ছি, সেখানে আমি বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করছি।”

গানটি প্রকাশ পেয়েছে শুক্রবার। গানটিতে কেম্পের সঙ্গে সহ-প্রযোজনা করেছেন তারই সহযোগী টবি চ্যাপম্যান। কেম্পের আসন্ন স্টুডিও অ্যালবাম ‘দিস ডেস্টিনেশন’-এ গানটি থাকবে। এ অ্যালবামটি প্রকাশ পাবে ৩১ জানুয়ারি।

গানটিকে ‘তার অ্যালবামের মধ্যে সবচেয়ে কাছের’ বলে বর্ণনা করেছেন কেম্প। এতে রয়েছে জনপ্রিয় ব্রিটিশ সুরকার জন মেটক্যাফের সুরও। এতে ‘মার্কারি পুরস্কার’ মনোনীত স্যাম লি-র গলায় গাওয়া গানও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

অ্যালবামটি প্রকাশ পাবে কয়েকটি বিশেষ গানের সংমিশ্রণে। ‘স্প্যাশিয়াল অডিও মিক্সিং’ ব্যবহার করে এটি তৈরি করেছেন ‘পরকিউপাইন ট্রি’ গায়ক স্টিভেন উইলসন, যেখানে গানের বিভিন্ন অডিও উপাদানকে একটি ত্রিমাত্রিক স্থানে রেখে মগ্ন এক সুর তৈরি করেছেন তিনি।

স্ট্রিমিং, ডিজিটাল ডাউনলোড, ভিনাইল ও সিডিতে প্রকাশ পাবে কেম্পের এই গানের অ্যালবামটি।