এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ থেকে শুরু আইপিএল

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

আইপিএলের সূচি পেছানো হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ থেকে। ফাইনাল হবে ২১ মে।

রোববার রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ও ক্রিকবাজ।

লাহোর অথবা দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাঁচদিনের মধ্যে তাড়াহুড়ো হয়ে যেত বলে মনে হয়েছে টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা একই ভেন্যুতে।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় হওয়া আইপিএলের মেগা নিলামে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে ১৮২ জন খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি। ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। বাংলাদেশের কারোরই জায়গা হয়নি এবার।