মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অর্থহীন: গাভি

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

বার্সেলোনা ছেড়ে গেছেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটিতে এখন আলোচিত ফুটবলারটির নাম লামিনে ইয়ামাল। সর্বশেষ কোপা দেল রেতে তার আলো ছড়ানো পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। ১৭ বছর বয়সী ইয়ামালকে তাই মেসির সঙ্গে তুলনা করছেন অনেকে। গতকালকের ম্যাচের পরও উঠে এলো সেই প্রসঙ্গ। বার্সেলোনা মিডফিল্ডার ইয়ামালকে প্রশংসায় ভাসালেও মেসির সঙ্গে কোনওভাবেই তুলনা করতে রাজি হননি।

এই মুহূর্তে গাভির চোখে ইয়ামাল সেরা খেলোয়াড়। কিন্তু কিংবদন্তি মেসির সঙ্গে ইয়ামালের তুলনা প্রসঙ্গে বলেছেন, ‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অর্থহীন। কারণ, মেসির মতো আর কেউ আসবে না।’

গাভির চোখে ফুটবলারদের স্বাতন্ত্র্যই আসল, ‘দিন শেষে সবাই যার যার ফুটবল স্টাইল তৈরি করে। নিজেদের ইতিহাস আলাদা করে তৈরি করে।’

মেসির সঙ্গে তুলনা না করলেও ইয়ামালের প্রতি শ্রদ্ধা আছে গাভির, ‘আমার কাছে ইয়ামাল এই মুহূর্তে সেরা খেলোয়াড়। আশা করবো সে এভাবেই চালিয়ে যাবে।’

কোপা দেল রেতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করার দিন লামিনে ইয়ামাল একটি গোল করার সঙ্গে বানিয়ে দিয়েছেন দুই গোল।

গাভির চোখে ফুটবলারদের স্বাতন্ত্র্যই আসল, ‘দিন শেষে সবাই যার যার ফুটবল স্টাইল তৈরি করে। নিজেদের ইতিহাস আলাদা করে তৈরি করে।’

মেসির সঙ্গে তুলনা না করলেও ইয়ামালের প্রতি শ্রদ্ধা আছে গাভির, ‘আমার কাছে ইয়ামাল এই মুহূর্তে সেরা খেলোয়াড়। আশা করবো সে এভাবেই চালিয়ে যাবে।’

কোপা দেল রেতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করার দিন লামিনে ইয়ামাল একটি গোল করার সঙ্গে বানিয়ে দিয়েছেন দুই গোল।