হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশই থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের মূসক নীতি বিভাগের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার এক আদেশ জারি করবে এনবিআর। এর আগে গত ৯ জানুয়ারি রেস্তোরাঁসহ শতাধিক পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় অন্তবর্তী সরকার। অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক ১০ শতাংশ যোগ করা হলে রেস্তোরাঁর খাবারের ওপর ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হতো। এ সিদ্ধান্তের পর জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। ভ্যাট কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয় রেস্তোরাঁ মালিক সমিতি। বিষয়টি গুরুত্ব সহকারের বিবেচনার আশ্বাস দেয় এনবিআর। এরই পরিপ্রেক্ষিতে হোটেল, রেস্তোরাঁ খাতের ভ্যাট আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: অসন্তোষশতাংশইশুল্ক