না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তী ফুটবলার ডেনিস ল

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

না ফেরার দেশে পাড়ি জমালেন স্কটল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্কটিশ কিংবদন্তী ফুটবলার ডেনিস ল। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এক বিবৃতিতে এ স্কটিশ কিংবদন্তীর পরিবার জানিয়েছে, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের বাবা ডেনিস ল আর নেই। তিনি একটি কঠিন যুদ্ধ করেছেন, কিন্তু অবশেষে তিনি এখন শান্তিতে আছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪০৪ ম্যাচে তিনি গোল করেছেন মোট ২৩৭টি। ১৯৬২ সালে তখন রেকর্ড ট্রান্সফার ফি’তে তিনি নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাব ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেন ৪৮৫টি, গোল করেন ২২৭টি। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে গোল করেছেন ৩০টি।

১৯৫৮ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ডেনিস ল। ১৯৬৪ সালে একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন সাবেক এ ফুটবলার।