চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা, ভারতের আপত্তি প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হওয়াতেই ভারতের যত আপত্তি। চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে সফর করতে চায়না তারা। শেষমেষ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার প্রতিশ্রুতি দেয় পাকিস্তান। এবার যোগ হয়েছে জার্সি বিতর্ক। যেখানে ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন দাবির কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকে। সাধারণত জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গেছে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনো কর্মকর্তা কিছু জানাননি। কিন্তু জার্সি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। পাকিস্তানের এক কর্মকর্তা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।’ এদিকে হাইব্রিড মডেলে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। সেমিফাইনাল এবং ফাইনালে যদি রোহিত শর্মারা ওঠেন, তা হলে সেই সব ম্যাচও হবে দুবাইয়ে। আয়োজক পাকিস্তান যে নিয়ম মেনে নিতে বাধ্য হয়। তবে তারা পাল্টা ভারতে খেলতে না আসার কথা বলে। আগামী দিনে আইসিসির কোনো প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না পাকিস্তান। সেগুলিও হাইব্রিড মডেলে হবে। SHARES ক্রিকেট বিষয়: জার্সিরবিতর্করাজনীতি