বেনফিকার বিপক্ষে জিতলেই শেষ ষোলোয় বার্সা

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

লিগে মোটেও ছন্দে নেই বার্সেলোনা। লা লিগায় সর্বশেষ ৮ ম্যাচে জিতেছে মাত্র একটি। তবে ইউরোপ সেরার লড়াইয়ে তারা আছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জিতলেই টেবিলের সেরা আটে থাকা নিশ্চিত হয়ে যাবে। তখন সরাসরি চলে যাবে শেষ ষোলোয়। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক লিগের সাম্প্রতিক দুর্দশার কথা মোটেও মাথায় আনছেন না। আশা করছেন, বেনফিকার বিপক্ষে যথেষ্ট উন্নতি করবে তার দল। ম্যাচটা মাঠে গড়াবে রাত ২টায়।

সম্প্রতি রিয়াল মাদ্রিদকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ নিশ্চিত করেছে বার্সা। কোপা দেলরের শেষ ষোলোয় হারিয়েছে রিয়াল বেতিসকে। তবে শনিবার  গেতাফের সঙ্গে ১-১ ড্র করে লিগে পথ হারিয়েছে তারা। ম্যাচের আগে এমন ফলাফলে অবশ্যই আত্মবিশ্বাস নিচুতে থাকার কথা। কিন্তু বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘লা লিগায় তাকালে মনে হবে ফলাফল মোটেও ভালো নয়। এখানে লুকোচুরির কিছু নেই। আমরা মোটেও এমন ফল চাই না। তবে শীতকালীন বিরতির পর যদি দেখেন, যেভাবে আমরা খেলেছি সেটা ছিল দারুণ। আশা করবো, এই ম্যাচে ছেলেরা ভিন্ন ঘরানার ফুটবল উপহার দেবে।’

২০২১ সালে বেনফিকার মাঠ থেকে তিন গোলে হেরে এসেছিল বার্সেলোনা। সেই ম্যাচের ফল নিয়ে আলোচনা চলছে। এই দলটিতে খেলছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়াও। বেনফিকা কোচ ব্রুনো লাগে অবশ্য বার্সাকেই ফেভারিট মানছেন, ‘অবশ্যই তারা অন্যতম ফেভারিট। বিশেষ করে তারা যা করে দেখাচ্ছে। তাছাড়া ঐতিহাসিক দল বার্সা, যারা মানসম্পন্ন।’