মোবাইল কিনে না দেওয়ায় প্রাণ দিল শিশু

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক ৮ বছরের শিশু আত্মহত্যা করেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জান্নাতুল খাতুন পোলতাডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে গেছে, বুধবার রাতে শিশু জান্নাতুল বাবাকে মোবাইল কিনে দেওয়ার কথা বললে বাবা অস্বীকৃতি জানায়। এতে অভিমান করে বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস নেয়। স্বজনরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পায়। পরে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।