৬৭তম গ্র্যামি: শুধু গান নয়, থাকবে আগুনের গল্পটাও প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ বিশ্বের সবচেয়ে বড় সংগীত স্বীকৃতি গ্র্যামি। যা গত ৬৬ বছর ধরে প্রদান করে আসছে। যথারীতি এবারও সেই প্রস্তুতি প্রায় শেষ। গত নভেম্বরেই ঘোষণা হয়েছে মনোনয়নপ্রাপ্তদের নাম ও অনুষ্ঠানের তারিখ। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। এরমধ্যে গ্র্যামির শহর লস অ্যাঞ্জেলেসে ঘটেছে ইতিহাসের ভয়াবহতম দাবানলের ঘটনা। যে আগুন জ্বলছে এখনও। এ নিয়ে এবারের গ্র্যামি আসর নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সঠিক সময়ে হবে তো! নাকি হবেই না। কারণ, পোড়াবাড়িতে এমন আনন্দ আয়োজন তো হবার কথা নয়। অবশেষে জানা গেলো, এমন অনিশ্চয়তা ছাপিয়ে নির্দিষ্ট তারিখেই (২ ফেব্রুয়ারি) ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায়। তবে অনুষ্ঠান আয়োজনে থাকছে ব্যতিক্রম বিষয়। আয়োজকরা এরমধ্যে জানিয়েছেন, এবারের আয়োজনে শুধু সংগীতের আনন্দই ঘিরে থাকছে না, থাকবে আগুনে পোড়া বিষণ্ণতা আর সেই ছাইচাপা শহরটাকে ফের সবুজে ফেরানোর যৌথ সংকল্প ও উদ্যোগ। এদিন গ্র্যামির পক্ষ থেকে আরও জানানো হয় এবারের আসরে পারফর্ম করতে যাওয়া শিল্পীদের নাম। যার মধ্যে থাকছেন বেংসন বুন, বিলি আইলিশ, চ্যাপেল রোয়ান, চার্লি এক্সসিএক্স, ডোইচি, রে, সাব্রিনা কার্পেন্টার, শাকিরা এবং টেডি সুইমস। এরমধ্যে ৯ বার গ্র্যামি বিজয়ী বিলি এবার ৭টি বিভাগে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ এবং ‘বার্ডস অব আ ফেদার’ গানটি বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছে। আরেক পারফর্মার চ্যাপেল রোয়ান প্রথমবারের মতো মনোনীত হয়ে ৬টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার অ্যালবাম ‘দ্য রাইস অ্যান্ড ফল অব আর মিডয়েস্ট প্রিন্সেস’ বেশ প্রশংসিত হয়েছে। চার্লি এক্সসিএক্স ৮টি বিভাগে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম ‘ব্রাট’ এবং ‘থ্রিসিক্সটি’ গানটি উল্লেখযোগ্য। ডোইচি প্রথমবার মনোনীত হয়ে ৩টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সেরা র্যাপ অ্যালবামের জন্য তার ‘অ্যালিগেটর বাইটস নেভার হেল’ রয়েছে। অন্যদিকে রে ৩টি বিভাগে মনোনীত, যার মধ্যে রয়েছে সেরা গান রচয়িতা ও ‘ইঞ্জিনিয়ার্ড’ অ্যালবাম। সাব্রিনা কার্পেন্টার ৬টি বিভাগে মনোনীত, তার অ্যালবাম ‘শর্ট এন সুইট’ এবং ‘এসপ্রেসো’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শাকিরা তার লাতিন পপ অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লর্ন’ সেরা লাতিন পপ অ্যালবামের জন্য মনোনীত। এছাড়া টেডি সুইমস প্রথমবারের মতো মনোনীত হয়ে সেরা নতুন শিল্পীর বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪ জানুয়ারি কর্তৃপক্ষ জানায়, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস শুধুমাত্র সংগীতের সেরা কৃতিত্ব ঘোষণা করে উদযাপন করবে না, পাশাপাশি লস অ্যাঞ্জেলেসে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহেও ভূমিকা রাখবে। SHARES বিনোদন বিষয়: অ্যাঞ্জেলেসেদাবানলেরপোড়াবাড়িতে