বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য নেয়া হবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

চলছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্তরা। প্রাপ্ত বয়সীদের এ সময়ের মধ্যেই ভোটার হতে আহ্বান নির্বাচন কমিশনের।

রাজধানীর পশ্চিম আগারগাঁও এর বাসিন্দা এই তরুণের কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ নেই। তাই ভোটার হিসেবে ফরম পূরণে একমাত্র ভরসা অনলাইন জন্মনিবন্ধন। অনলাইনে সেটি যাচাই করতে গিয়ে পেলেন না তথ্য সংগ্রহকারী। তাই অনলাইন জন্মনিবন্ধন ও নাগরিক সনদ সংগ্রহের পরই তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে অনলাইন জন্মনিবন্ধন, পিইসি, জেএসসি বা এসএসসির সনদের কপি, নাগরিকত্ব সনদ এসব থাকা বাধ্যতামূলক। তাই নতুন ভোটারদের এসব সংগ্রহে রাখার আহ্বান তথ্য সংগ্রহকারীদের।

তথ্য সংগ্রহকারীদের কাজ দেখভাল করছেন সুপারভাইজাররা, যাতে একজন ভোটারও বাদ না পড়েন।

২০০৮ সালের ১ জানুয়ারির মধ্যে যাদের জন্ম তারা যুক্ত হচ্ছেন ভোটার তালিকায়। প্রথমবারের মতো যারা ভোটার হচ্ছেন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, একটি নির্ভূল তালিকা তৈরীর সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।