পাকিস্তানে ৩৫ বছরে প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

মুলতানে দ্বিতীয় টেস্টে দুই দিনের খেলা শেষেও ম্যাচের নাটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে। পাকিস্তানকে চেপে ধরেছে তারা। দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাফ সেঞ্চুরির পর লোয়ার অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে ২৫৪ রানের লক্ষ্য দেওয়ার পর স্পিনারদের ঘূর্ণিজাদুতে শক্ত অবস্থানে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৭৬ রানে রবিবারের খেলা শেষ করেছে পাকিস্তান। জেতার জন্য তাদেরকে করতে হবে আরও ১৭৮ রান, আর উইন্ডিজের চাই ৬ উইকেট। ১৯৯০ সালের পর ৩৫ বছরে পাকিস্তানে প্রথম টেস্ট জয়ের সুবাস পেতে শুরু করেছে তারা।

৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ খান ও নোমান আলী আট উইকেট সমানভাগে ভাগ করে নিলেও ব্র্যাথওয়েটের দারুণ শুরুতে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।

মিকাইল লুইসের (৭) সঙ্গে ৫০ ও আমির জাঙ্গুকে (৩০) নিয়ে ৪২ রানের জুটি গড়েন ব্র্যাথওয়েট। উইন্ডিজ অধিনায়ক ৭৪ বলে ৫২ রানে থামলে ছোটখাটো বিপর্যয়ে পড়েছিল তারা।

তবে শেষ দিকে টেভিন ইমলাচের ৩৫ এবং কেভিন সিনক্লেয়ারের ২৮ রানে দুইশ পার করেছে অনায়াসে। গুডাকেশ মোটি ও জোমেল ওয়ারিকানের সমান ১৮ রানের ইনিংসে উইন্ডিজ চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ২৪৪ রান জমা করে তারা স্কোরবোর্ডে।

নোমান ও সাজিদ সমান চারটি করে উইকেট নেন।

২৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। শান মাসুদ ও মোহাম্মদ হুরাইরা সমান ২ রান করে আউট হন।

বাবর আজম ও কামরান গুলাম ওই ধাক্কা সামাল দেওয়ার ইঙ্গিত দিলেও তাদের জুটি ৪৩ রানের বেশি তুলতে পারেনি। কামরান ১৯ রানে থামেন। তারপর আর ২৩ রান যোগ হতেই বাবর (৩১) ইনিংস সেরা রানে আউট হন। ৭১ রানে চার উইকেট হারানোর পর সৌদ শাকিল ও কাশিফ আলী ৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেন। শাকিল ১৩ ও কাশিফ ১ রানে অপরাজিত ছিলেন।

সিনক্লেয়ার দুটি এবং ওয়ারিকান ও মোটি একটি করে উইকেট নেন।