বরিশালকে খুলনা ‘কঠিন চ্যালেঞ্জ’

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের সমীকরণে খুলনা টাইগার্সের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তিশালী বরিশালের বিপক্ষে আজ হারলে প্লে-অফের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়বে খুলনা। গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের কাজটা ভালোভাবেই এগিয়ে রাখল খুলনা।

বরিশালের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে খুলনা। শুরুতে ঝড় তুলেছিলেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও নাঈম শেখ। মাঝে আফিফ হোসেন ধ্রুব ও শেষে মাহিদুল ইসলাম অঙ্কন সেটা অব্যাহত রেখেছিলেন। সব মিলিয়ে বড় স্কোর পেয়েছে খুলনা।