সুযোগ পেয়েও খেলার অনুমতি মেলেনি, রিশাদের দল বিগ ব্যাশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েও এনওসির জটিলতায় খেলতে যেতে পারেননি বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। তাকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। সেই দলটিই এবার অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম শিরোপার দেখা পেল। 

বিগ ব্যাশের ফাইনালে জেসন সাঙ্ঘা ও ডেভিড ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮২ রানের পুঁজি পেয়েছিল সিডনি থান্ডার্স। জবাবে মিচেল ওয়েনের ৩৯ বলে বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স।

এর আগে ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ মৌসুমে দুই বার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি হোবার্টের। এবার তৃতীয় দফায় ঘরের মাঠেই আক্ষেপ ঘুছল ফ্র্যাঞ্চাইজিটির।