ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টারের জয়

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার জিতেছে সংগ্রাম করতে থাকা দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটি। ইউনাইটেড ফুলহ্যামকে হারিয়েছে ১-০ গোলে। হামজা চৌধুরীর দল ২-১ গোলে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে উঠে এসেছে ১৭তম স্থানে।

নভেম্বর মাসে পর্তুগিজ কোচ রুবেন আমোরিম দায়িত্ব নেয়ার পর প্রিমিয়ার লিগে মাত্র চতুর্থ জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের মাঠে ড্র-য়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। ৭৮ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে জয়সূচক গোল উপহার দেয় ইউনাইটেডকে। ২৩ ম্যাচে অষ্টম জয়ে সফলতম ইংলিশ ক্লাবটি উঠলো টেবিলের ১২-তে।

ওদিকে, লেস্টার সিটিতে এ ম্যাচেও কোচ রুড ফন লিস্টলরয় দলে রাখেননি বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেয়া হামজা চৌধুরীকে। তাকে বাদ রেখেই অবশ্য লেস্টার জিতেছে। নিজেদের মাঠে ৩৩ মিনিটে রিচার্লিসনের গোলে প্রথমার্ধে লিড নেয় টটেনহ্যাম, দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন জেমস ভার্ডি ও এল খানুস।