টানা পাঁচ জয়ে যৌথভাবে শীর্ষে বরিশাল, শঙ্কায় খুলনার প্লে-অফ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

একাদশ বিপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল খুলনা টাইগার্সের জন্য। ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৮৭ রানের বড় স্কোরও গড়েছিল খুলনা। তবে বরিশালের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিপক্ষে এই স্কোরও নিরাপদ হলো না! ডেভিড মালানের দারুণ শুরুর পর মাঝের ওভাগুলোতে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। শেষ দিকে ঝড় তুলেছিলেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবি। সব মিলিয়ে বড় স্কোর টপকে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল বরিশাল। যাতে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে তামিম ইকবালরা। ১০ ম্যাচের ৮টিতে জিতে বরিশালের পয়েন্ট ১৬। ১০ ম্যাচের ৮টিতে জিতে রংপুর রাইডার্সের পয়েন্টও ১৬। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে রংপুর এক নম্বরে আর বরিশাল দুইয়ে।

অপর দিকে প্লে-অফের সমীকরণ দুরুহ হয়ে পড়ল খুলনা টাইগার্সের। ১০ ম্যাচের মাত্র ৪টিতে জেতা খুলনা ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।