আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা, তবে… প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। একাধিক ফিফা উইন্ডো গেলেও বাফুফে ম্যাচ খেলার প্রয়োজন মনে করেনি। এবার অবশ্য নড়েচড়ে বসেছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দুটি ম্যাচের প্রথমটি ২৬ ফেব্রুয়ারি ও অন্যটি ২ মার্চ হবে। বাংলাদেশ দল ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে। সেখানে গিয়ে ম্যাচ দুটি খেলবে। দুটি ম্যাচের প্রথমটি আবার ফিফা উইন্ডোতে হলেও পরেরটি প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচ্য হবে। বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কোভিডের পর থেকে অন্য দেশগুলো নারী ফুটবল নিয়ে আগের মতো আগ্রহী নয়। আগের মতো যোগাযোগ করলে সাড়া দেয় না। বিশ্ব অর্থনীতিও ভালো নয়। তাই এবার ফেব্রুয়ারির উইন্ডোতে একটি ম্যাচ হবে। অন্যটি হবে প্রস্তুতি ম্যাচ।’ কিরণ এমন কথা বললেও নেপালে চার জাতি টুর্নামেন্ট হচ্ছে। ভারত এর আগে মালদ্বীপের বিপক্ষে খেলেছে। ওই হিসেবে বাংলাদেশের এতদিন বসে থাকার বিষয়টি রহস্যই থেকে যাচ্ছে। এদিকে, মেয়েদের হেড কোচ হয়ে সোমবার পিটার বাটলার ঢাকায় আসছেন। অনুশীলন হবে বুয়েট মাঠে। আর মেয়েদের বেতন নিয়ে নতুন করে চুক্তি হবে কিনা তা বাফুফে সভাপতি দেশে ফেরার পর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে। SHARES খেলাধুলা বিষয়: অর্থনীতিওআমিরাতউইন্ডো