সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনলো গ্রামীণফোন ও আইটেল প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ আইটেল এর সহযোগে উদ্ভাবনী একটি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন এনেছে গ্রামীণফোন। সংযোগের বিষয়টি মাথায় রেখে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যা স্বল্প খরচে স্মার্টফোন কিনতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অনন্য। গ্রামীণফোন আইটেল এ৮০ ডিভাইসটিতে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। যারা সহজলভ্য ও নির্ভরযোগ্য একটি স্মার্টফোন খুঁজছেন এই ডিভাইসটি তাদের জন্য। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে সম্প্রতি জিপিহাউসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য স্মার্টফোনটির সাথে রয়েছে এক্সক্লুসিভ ইন্টারনেট অফার। অফারগুলোর মধ্যে রয়েছে মাইজিপি অ্যাপের মাধ্যমে একবারের জন্য ৭ দিন মেয়াদি ৫ জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়া প্রতি মাসে ৯৯ টাকায় ৭ দিন মেয়াদী ১০ জিবি এবং ২৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি চালু হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত গ্রাহকরা এই দুইটি অফার যতবার খুশি নিতে পারবেন। ৯ হাজার ৯৯০ টাকায় সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি সারা দেশের গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং আইটেল রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: ডিভাইসটিবিষয়টি