বাংলা একাডেমি পুরস্কারের খবর নেই, এবার সরে গেলেন জুরি সদস্য প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ তিন কর্মদিবস পেরিয়ে গেলেও স্থগিত হওয়া ‘সাহিত্য পুরস্কার’ দেওয়ার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলা একাডেমি। এর মধ্যেই পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জুরি বোর্ডের সদস্য মোরশেদ শফিউল হাসান। পুরস্কারের প্রথম ঘোষিত তালিকায় যাদের নাম ছিল, তাদের মধ্যে কথাসাহিত্যিক সেলিম মোরশেদ ইতোমধ্যে পুরস্কার প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন। ফলে বাংলা একাডেমি নতুন তালিকা তৈরিতে কিছুটা বিপাকে পড়েছে বলে মনে করছেন অনেকে। বছর আটেক আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন মোরশেদ শফিউল হাসান। এবারের পুরস্কার কমিটিতে জুরি বোর্ডের সদস্য ছিলেন তিনি। পুরস্কার নিয়ে সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এখন ‘গৌরবের পরিবর্তে বিব্রত’ বোধ করছেন বলে তিনি জানালেন। বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোরশেদ বলেন, “জুরি সদস্য হিসেবে আমার যে দায়িত্ব ছিল, তা পালন করেছি। যোগ্য একাধিকজনের মাঝ থেকে আমরা সবাইকে হয়তো পুরস্কার দিতে পারিনি। কিন্তু যাদের পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে, তারা কেউ অযোগ্য নন। যোগ্যদের হাতেই পুরস্কার গেছে।” গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। পরে পুরস্কারের তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় শনিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়। তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি। মঙ্গলবার সেই তিন কর্মদিবস শেষ হলেও পুরস্কার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি এ পুরস্কারের প্রবর্তক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। SHARES জাতীয় বিষয়: কর্মদিবসপুরস্কার