ট্রেনে হার্ট অ্যাটাক হয়ে নির্মাতার মৃত্যু প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ নির্মাতা ইফতেখারুল আরেফিন ট্রেনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান। জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজ খান বলেন, ‘গতকাল ইফতেখারুল ভাই মারা গেছেন। তিনি ট্রেনে পরিবার নিয়ে জরুরি কাজে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাৎক্ষণিক জানতে পেরেছি তার হার্ট অ্যাটাক হয়েছিল।’ উল্লেখ্য, ইফতেখারুল ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন। পরিচালক হিসেবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী তার নাটকে অভিনয় করেছেন। SHARES বিনোদন বিষয়: ইফতেখারুলমৃত্যুর