যেভাবে বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ আলাস্কার ইয়েলনসন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এক সিটের বিমানটির পাইলট এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বেরিয়ে যেতে সমর্থ হন। এতে তিনি প্রাণে বেঁচে যান। সামাজিক মাধ্যমে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, খাড়াখাড়িভাবে বিমানটি নিচে নেমে আসছে। ওই সময় পাশেই প্যারাসুটের মাধ্যমে নেমে আসছিলেন পাইলট। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটিতে আগুন লেগে যায়। একটি বার্তা সংস্থার প্রতিবেদন অনুসারে, মার্কিন বিমান বাহিনীর ৩৫৪তম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল টাউনসেন্ড এক সংবাদ সম্মেলনে জানান, পাইলট যখন বিমানটি চালাচ্ছিলেন তখন ভেতরে তিনি ‘ত্রুটি’ অনুভব করেন এবং ঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রশিক্ষণ মহড়া চলাকালে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। পাইলট নিরাপদে আছেন এবং তাকে বাসেট আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ আরও জানায়, এফ-৩৫ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি বিমান। এটি তৈরি করে লকহিড মার্টিন। এই বিমান বিক্রি করে সংস্থাটি বর্তমানে সবচেয়ে বেশি অর্থ আয় করছে। যুদ্ধবিমানটির বিশেষত্ব হলো এটি একটানা ১২ ঘণ্টা আকাশে উড়তে পারে। একবার আকাশে উড়ার পর উত্তর গোলার্ধের যে কোনো জায়গায় যাওয়ার সক্ষমতা আছে এটির। SHARES আন্তর্জাতিক বিষয়: খাড়াখাড়িভাবেপ্রশিক্ষণযুদ্ধবিমান